রাজনীতি

এনসিপির জেলা কমিটি দিতে দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন

দক্ষিণাঞ্চলের জেলা সমূহের কমিটি গঠন করতে সাংগঠনিক টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কমিটির অনুমোদন দেন।

দক্ষিণাঞ্চলের আওতায় পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা দক্ষিণ (মহানগর ও জেলা) অঞ্চলের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এসব কমিটিকে ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাবনার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএস/এমআইএইচএস/এমএস