কুষ্টিয়ার মিরপুরে ধান নিয়ে আসার সময় বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রলিচালকের নাম আব্দুল কুদ্দুস (২৮)। তিনি চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুস স্টেয়ারিং ট্রলি চালিয়ে ছাইবাড়ীয়া বিল থেকে ধান আনতে যান। এসময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন আব্দুল কুদ্দুসকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে আব্দুল কুদ্দুস নামের এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে।
আল-মামুন সাগর/আরএইচ/এমএস