দেশজুড়ে

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার দেবডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘায় বড়ইতলীর মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে যমুনা নদীর পশ্চিম তীরে মাছ ধরার নৌকায় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

এল.বি/আরএইচ/জেআইএম