বান্দরবান সদর উপজেলায় সুনীল চাকমা নামে এক জেএসএস নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ম্যাগা মারমা (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার সকালে কুহালং ইউনিয়নে কিবুক পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুনীল ওই গ্রামের প্রফুল্ল চাকমার ছেলে।বান্দরবান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বান্দরবান জেলার জেএসএস সভাপতি উছোমং মমারমা জানান, সুনীল চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কুহালং ইউনিয়নের কিবুক পাড়া ওয়ার্ড কমিটির তথ্য ও প্রচার সম্পাদক ছিলেন।সৈকত দাশ/এফএ/এবিএস