নিখোঁজের ৬ দিন পর সুকুমার মহন্ত বিদেশ (৩০) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সুকুমার উপজেলার আবাদপুর হিন্দু পাড়া গ্রামের শ্রী শুভাগ্য চন্দ্র মহন্তর ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুকুমার গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হন। পরে আজ গ্রামবাসী তার বাড়ির পাশের ঝোঁপের নন্দহার খালের পাশে মুখবাঁধা গলিত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবরে দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহটি সুকুমারের বলে তার স্ত্রী শ্রীমতি সম্পা রানী নিশ্চিত করেছেন।আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহত সুকুমারের গলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেননি।রাশেদুজ্জামান/এফএ/এবিএস