বিনোদন

কোরিয়ায় হলিউডের দাপট, শীর্ষে টম ক্রুজের সিনেমা

হলিউড আবারও শক্তিশালী প্রত্যাবর্তন করল কোরিয়ান বক্স অফিসে। টম ক্রুজ অভিনীত ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তেই (১৬–১৮ মে) প্রায় ৫.৪ মিলিয়ন ডলার আয় করে শীর্ষে উঠে এসেছে। কোরিয়ান ফিল্ম কাউন্সিল পরিচালিত কোবিস এই তথ্য জানিয়েছে।

Advertisement

তথ্য অনুযায়ী, ২,৩৮৫টি পর্দায় প্রদর্শিত এই ছবিটি মোট ৭৫৯,৩৬৩টি টিকিট বিক্রি করেছে। সীমিত প্রিভিউসহ মোট আয় দাঁড়িয়েছে ৫.৫ মিলিয়ন ডলার। এটি ৭৬২,৯৫৫টি টিকিট বিক্রির সমান।

চার সপ্তাহ ধরে বক্স অফিসে শীর্ষে থাকা স্থানীয় ক্রাইম থ্রিলার ‘ইয়াদাং : দ্য স্নিচ’ দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ছবিটি এ সপ্তাহে ৮২০,০৫৫ ডলার আয় করে। যার মাধ্যমে এপ্রিল ১৬ থেকে এ পর্যন্ত এর মোট আয় দাঁড়িয়েছে ২১.৮ মিলিয়ন ডলার, টিকিট বিক্রি ৩.২ মিলিয়নেরও বেশি।

মার্ভেলের ‘থান্ডারবোল্টস’ ছবিটি নেমে এসেছে পঞ্চম স্থানে। এ সপ্তাহে ছবিটির আয় ২৭১,২৮০ ডলার, মোট আয় ৬.৪ মিলিয়ন ডলার।

Advertisement

এই সপ্তাহান্তে ‘মিশন: ইম্পসিবল’ এর দাপট ও স্থানীয় চলচ্চিত্রগুলোর স্থিতিশীলতা মিলিয়ে কোরিয়ান বক্স অফিসে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৮.৮ মিলিয়ন ডলার।

এলআইএ/জেআইএম