দেশজুড়ে

রেললাইনে গরু‌, বাঁচা‌তে গি‌য়ে প্রাণ গেলো বৃদ্ধের

কুড়িগ্রামের রাজারহাটে গরু বাঁচাতে গি‌য়ে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল খালেক (৬৮) না‌মে এক বৃদ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে।

সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দি‌কে রাজারহাট-তিস্তা রেলসড়কের মণ্ডলের বাজার এলাকায় এ দুর্ঘ‌টনা ঘ‌টে।

নিহত আব্দুল খালেক রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল খালেক প্রতিদিনের মতো মণ্ডলের বাজার এলাকায় তার গৃহপা‌লিত ক‌য়েকটা গরুকে ঘাস খাওয়াতে নিয়ে আসেন। বিকেল সাড়ে ৫টার দি‌কে কুড়িগ্রাম-তিস্তাগামী রমনা লোকাল ৪২১ ডাউন ট্রেনটি রাজারহাট রেলস্টেশন থে‌কে ছেড়ে আসে। এসময় লাইনের ওপ‌রে থাকা এক‌টি গরু‌কে সরা‌তে যান আব্দুল খালেক। এসময় পা পিছলে লাইনের ওপর পড়ে গেলে ‌ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লে মারা যান তি‌নি‌।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম