কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের (বিবিসিএফ) অভিযানে দুই দফায় ১৭টি দেশি পাখি উদ্ধার করা হয়েছে। পরে ১২টি পাখি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ বাজার সংলগ্ন বটতলা এলাকায় পাখি ব্যবসায়ী কাউছারের বাড়িতে অভিযান চালনো হয়। অভিযান পরিচালনা করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ সাদিক ও অসীম মল্লিক।
অভিযানে সহায়তা করেন বিবিসিএফ সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন, পরিবেশ কর্মী ও সাংবাদিক নাব্বির আল নাফিজ এবং মীর কুশলসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।
আরও পড়ুনভবিষ্যতে মব ও জনদুর্ভোগ করলে সেনাবাহিনী কঠোর হবে: সেনাসদর চুরির অপবাদে ঢাবি শিক্ষার্থীকে মারধর, দোকানিকে পুলিশে সোপর্দএ সময় ৩টি ঘুঘু পাখি, পাখি শিকারি ফাঁদ ও খাঁচা উদ্ধার ও হস্তান্তর করা হয়। তবে অভিযানে সময় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।
এর আগে গত ১৯ এপ্রিল একই এলাকায় কাউছার ভাই নামের এক পাখি ব্যবসায়ীর বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে টিয়া, ময়না ও শালিকসহ মোট ১৪টি পাখি উদ্ধার করা হয়। পরে উদ্ধার ১৪টি পাখির মধ্যে ৬টি টিয়া ও ৩টি ময়না আনুষ্ঠানিকভাবে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পাখিগুলো হস্তান্তর করেন কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, বিবিসিএফ সহ-সভাপতি শাহাব উদ্দিন মিলন ও পরিবেশ কর্মী নাব্বির আল নাফিজ। এগুলো গ্রহণ করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ সাদিক ও অসীম মল্লিক।
আল-মামুন সাগর/কেএসআর