দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে এসপির কক্ষে আইনজীবী লাঞ্ছিত

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদের কাছে লাঞ্ছিত হয়েছেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট ও জেলা জজকোর্টের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আলতাফুর রহমান খাঁন।বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার ফারহাত আহম্মেদের কক্ষে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা আইনজীবী সমিতি তাৎক্ষণিকভাবে এক জরুরী সভার আয়োজন করে। সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানান আইনজীবীরা। আলতাফুর রহমান খাঁন জানান, পুলিশ সুপার ফারহাত আহম্মেদের কাছে একটি মামলার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এক পর্যায়ে পুলিশ সুপার অকথ্য ভাষায় গালিগালাজ ও রুম থেকে বের করে দেয়। পরে আমি তাৎক্ষণিকভাবে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করি।পুলিশ সুপার ফারহাত আহম্মেদ অসৌজন্যমূলক আচরণের কথা স্বীকার করে বলেন, একটু মাথাটা গরম হওয়ার কারণে উনার সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে। আমি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত।জেলা আইনজীবী সমিতির সভাপতি তোজাম্মেদ হক মঞ্জু জানান, পুলিশ জনগণের সেবক। তার কাছে এমন আচরণ কাম্য নয়। তাই আমরা আইনজীবী সমিতির উদ্যাগে মানববন্ধন,  প্রতিবাদ সভা, পুলিশ সুপারের অপসারণের জন্য সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে জরুরি সভায়।রিপন/ এমএএস/পিআর