‘বণ্যপ্রাণী ও পরিবেশ, বাঁচাও প্রকৃতি-বাঁচাও দেশ’ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। খাগড়াছড়ি পৌরসভা, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, ক্লাইমেট জাস্টিস নেটওয়ার্ক, তৃণমূল উন্নয়ন সংস্থা ও জাবারাং কল্যাণ সমিতি, স্থানীয় এনজিওসহ বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। শনিবার সকালে খাগড়াছড়ি পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে ‘পরিবেশ বান্ধব খাগড়াছড়ি পৌরসভা নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক প্রদীপ চৌধুরীর সঞ্চলানায় ও উন্নয়নকর্মী লালসা চাকমার সভাপতিত্বে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম। আলোচনা সভায় প্রবীণ শিক্ষাবিদ ধর্মরাজ বড়ূয়া ও খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. মিটন চাকমা, প্যানেল মেয়র মো. জাফর আলম ও নারী নেত্রী নমিতা চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। টিআইবির এরিয়া ম্যানেজার মো: তৌহিদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। আগামী এক বছরের মধ্যে পরিবেশবান্ধব পৌরসভা বিনির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে উল্লেখ করে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম খাগড়াছড়িকে নাগরিকবান্ধব, পরিবেশবান্ধব, দূষণমুক্ত ও পর্যটনমূখী পৌরসভায় রূপান্তরিত করতে সব শ্রেণি-পেশার নাগরিকের সহযোগিতা কামনা করেন।মুজিবুর রহমান ভুইয়া/এসকেডি