দেশজুড়ে

জয়পুরহাটে নব নির্বাচিত চেয়ারম্যানের উপর হামলা

জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদসহ দুই জনকে কুপিয়ে ও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা নয়ন কুমার বর্মন নামের আরো একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ নয়ন কুমার বর্মন কোচকুঁড়ি গ্রামের মৃত অজিত কুমার বর্মনের ছেলে।জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, ভাদশা ইউনিয়নের স্বতন্ত্র ভাবে নব নির্বাচিত চেয়ারম্যান একে আজাদ ভাদশা বাজার থেকে মোটরসাইকেলযোগে কোচকুড়ি গ্রামে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে গোপালপুর আদিবাসীপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়।রাশেদুজ্জামান/এসকেডি