তিনটি সেঞ্চুরি হলো ভারতীয় দলে। তিন তরুণ ব্যাটার ইংলিশ বোলারদের চোখে চোখ রেখে ব্যাট করে গেলেন। জসস্বি জয়সওয়াল এবং শুভমান গিল সেঞ্চুরি করেছিলেন প্রথম দিন। দ্বিতীয় দিন এসে সেঞ্চুরির দেখা পেলেন রিশাভ পান্তও। কিন্তু তিন সেঞ্চুরিতে রান যতটা হওয়ার কথা, ততটা হলো না। ৪৭১ রানে অলআউট হলো ভারত।
Advertisement
লিডসের হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনেই দৃঢ়তা দেখিয়েছে নতুন অধিনায়ক শুভমান গিলের ভারত। লোকেশ রাহুল ৪২ রান করে আউট হলেও জসস্বি জয়সওয়াল সেঞ্চুরি করে আউট হন। তিনি করেন ১০১ রান।
১২৭ রানে প্রথম দিন অপরাজিত ছিলেন শুভমান গিল। ভারতের রান ছিল ৩ উইকেটে ৩৫৯ রান। ৬৫ রানে উইকেটে ছিলেন রিশাভ পান্ত।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আর মাত্র ২০ রান যোগ করেই, ১৪৭ রানে আউট হয়ে যান ভারত অধিনায়ক। রিশাভ পান্ত নিজের ইনিংসটাকে তিন অংকের ঘর পার করান। তিনি আউট হন ১৩৪ রানে।
Advertisement
অন্য ব্যাটারদের মধ্যে রবিন্দ্র জাদেজা করেন ১১ রান। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। ফলে ১১৩ ওভারে ৪.১৬ রানরেটে রান তুলে ৪৭১ রানে অলআউট হয় ভারত। ৪টি করে উইকেট নেন জর্জ টাং ও বেন স্টোকস।
জবাব দিতে নেমে বেশ ভালো ব্যাটিং করছে ইংল্যান্ডও। ৪ রান করে জ্যাক ক্রাউলি আউট হয়ে গেলেও বেন ডাকেট ও ওলি পোপ মিলে গড়েছেন ১১০ রানের জুটি। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ১ উইকেট হারিয়ে ১১৪। ৫৭ রানে বেন ডাকেট ও ৫৩ রানে ব্যাট করছেন ওলি পোপ।
আইএইচএস/
Advertisement