মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে মারুফ খান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (২১ জুন) রাতে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ শিবচরের দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা এলাকার মৃত আমিন উদ্দিন খানের ছেলে।
ভাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহম্মেদ বলেন, স্থানীয়রা পাঁচ্চর এলাকার রেললাইনে এক যুবকের মরদেহ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ঢাকাগামী ট্রেনে কাটা পড়েছে। কারণ ট্রেন যাওয়ার পরই স্থানীয়রা লাইনের ওপর কাটা পড়া মরদেহ দেখতে পায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম