দেশজুড়ে

রাজশাহীতে রিহ্যাব সেন্টারে নির্যাতনে রোগীর মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে রিহ্যাব সেন্টারে নির্যাতনে রোগীর মৃত্যুর অভিযোগ

রাজশাহীর একটি সরকারি রিহ্যাব সেন্টারে নির্যাতনে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার রাজশাহী রিহ্যাব সেন্টারে এই ঘটনা ঘটে।

Advertisement

ওই রোগীর নাম মিলন সওদাগর (৩৮)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিণ মিল্লিক গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন সওদাগরের বড় মেয়ে মেহরির অক্তার মেহের অভিযোগ করে বলেন, শিকল দিয়ে আমার বাবার হাত-পা বেঁধে রাখা হয়েছিল। আমার বাবার গালে মুখে থাপ্পড় মেরেছিল। নাক, মুখ ও পিঠের দাড়া দিয়ে রক্ত বের হচ্ছিল। আমরা দুই বোন স্টেবল নই। অসহায় হয়ে আমরা কিছু করতে পারিনি। তারপরও আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযোগ করেছি।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন বলেন, ঘটনা শোনার পর সেখানে গিয়েছি। সেখানে রোগীর হাত বাঁধাসহ বেশ কিছু জিনিস পেয়েছি। তবে রোগী অনেক অসুস্থ ছিল। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা মামলা করতে রাজি হয়নি।

Advertisement

তিনি আরও বলেন, কোনো রিহ্যাব সেন্টার রোগীর হাত বাঁধতে পারে না। এসব ঘটনার আসল তথ্য জানতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

রাজশাহী রিহ্যাব সেন্টারের নির্বাহী পরিচালক রবিউল ইসলাম বলেন, মিলনের অনেক ধরনের অসুস্থতা ছিল। তার বেশ কিছু সমস্যাও ছিল। প্রেশার, আলসার ও কিডনির বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। তিনি মানসিক রোগী ছিলেন। গাজা ও মদ সেবন করায় তার কোনো ফিটনেস ছিল না। রাত ১২টার দিকে তিনি মারা যান। এগুলো জেনে শুনেই তার পরিবারে সঙ্গে সম্মিলিতভাবে দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, এতগুলো সমস্যায় একজন মানুষকে কীভাবে নির্যাতন করা যাবে? নির্যাতন করাতো মানুষের কাজ নয়।

সাখাওয়াত হোসেন/এফএ/জেআইএম

Advertisement