বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তুলতে হবে।
Advertisement
তিনি বলেন, সবকিছু নিজের ইচ্ছেমতো বা দলের সুবিধা অনুযায়ী হয় না, হওয়াও উচিত নয়। জাতীয় স্বার্থে নতুন বাংলাদেশ গড়ার প্রয়াসে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (২১ জুন) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ পেশাজীবী বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, জনপ্রশাসন ও বিচার বিভাগে মৌলিক সংস্কার জরুরি। এসব সংস্কার রাজনৈতিক সরকার করবে না, এটি অন্তর্বর্তী সরকারের কাজ। না হলে আরও ভয়াবহ ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।
Advertisement
তিনি আরও বলেন, বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সীমাহীন ক্ষমতা, বিপরীতে রাষ্ট্রপতির ক্ষমতা প্রায় শূন্য। রাষ্ট্রপতিকে কার্যত প্রধানমন্ত্রীর অনুমোদিত বক্তব্যই পাঠ করতে হয়। এই ভারসাম্যহীনতা দূর করতে হলে সাংবিধানিক সংস্কার অপরিহার্য।
এক রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্বাচন এগিয়ে আনার ঘোষণা প্রসঙ্গে বুলবুল বলেন, এটি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। সরকারের উচিত জাতির সামনে তাদের অবস্থান পরিষ্কার করা।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে সংস্কার ও গণহত্যার বিচার বাধাগ্রস্ত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে চলেছে। জামায়াতে ইসলামী কখনও দলীয় স্বার্থে সরকারের কাছে কিছু দাবি করেনি বরং জাতির স্বার্থে সরকারের সংস্কার প্রক্রিয়াকে সহযোগিতা করছে।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের বৈঠক বর্জনের পরও প্রধান উপদেষ্টা জামায়াত আমিরকে ফোন করে সহযোগিতা চাওয়ার পর আমরা বৈঠকে যোগ দিয়েছি এবং গঠনমূলক মতামত দিয়েছি। কিন্তু এজন্য জামায়াতকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নির্মম শিকার হতে হয়েছে। অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে, তবুও অপশক্তির কাছে আপস করিনি, করবও না।
Advertisement
নূরুল ইসলাম বুলবুল বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের এই সংকটময় সময়ে জাতির প্রতি দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ আল আমিন এবং পরিচালনা করেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এবং ডা. আতিয়ার রহমান, আমিনুর রহমান।
এএএম/এমআরএম/জেআইএম