দেশজুড়ে

সীতাকুণ্ডে পানিতে ডুবে শিশুর মৃত্যু

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে পানিতে ডুবে নেহাল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র ছেলে।

রোববার (২২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের তার নানুর বাড়ি সালামত উল্লাহ সারেং বাড়িতে এ ঘটনা ঘটে।

‎তার মামা মিনহাজ উদ্দিন পায়েল বলেন, আমার বোন তার একমাত্র সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। সকাল সাড়ে ১১টার দিকে সে সবার চক্ষু আড়ালে বাড়ির পিছনের পুকুরে পড়ে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। ধারণার ওপর ভিত্তি করে পুকুরে নেমে তাকে খোঁজ করলে এ সময় তাকে পুকুরের গভীরে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার তাজুল ইসলাম নিজামী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস