দেশজুড়ে

মসজিদের উন্নয়নের টাকা থেকেও ঘুস চাওয়ার অভিযোগ

মসজিদের উন্নয়নের টাকা থেকেও ঘুস চাওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে অবস্থিত রামকৃষ্ণপুর জামে মসজিদ। এই মসজিদের উন্নয়নের জন্য সরকারিভাবে ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এই টাকা ছাড়ের সময় ‘ঘুস’ চাওয়ার অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন অফিসের দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।

Advertisement

তারা হলেন- অফিস সহকারী মাসুম শেখ এবং উপ-সহকারী প্রকৌশলী (সাব-ইঞ্জিনিয়ার) আজিজ।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি রহমত আলী বলেন, প্রথম ধাপে ৬০ হাজার টাকার চেক ছাড়ের সময় ১৫ হাজার টাকা ঘুস দাবি করেন তারা। আমরা তখন বলেছিলাম, বাকি টাকা পাওয়ার সময় দেবো। এখন দ্বিতীয় চেক তুলতে গেলে বলছেন, আগের ১৫ হাজার না দিলে নতুন চেক দেওয়া হবে না। কিন্তু কেন এই টাকা দিতে হবে তা তারা স্পষ্ট করছেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী মাসুম শেখ ও সাব ইঞ্জিনিয়ার আজিজ নানা টালবাহানা করেন।

Advertisement

তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা শুধু বলেন, ‘স্যারের অনুমতিতে’ টাকা নেওয়া হচ্ছে।

এদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাবেদ পাঠানকে অফিসে না পেয়ে মোবাইলে যোগাযোগ করা হয়। তিনি বলেন, মাস্টাররোল বাবদ কিছু খরচ দিতে হয়। যা সাধারণত ১২০০-১৩০০ টাকার মধ্যে থাকে। তবে এত টাকা কেন দাবি করা হচ্ছে তা আমি জেনে দেখবো।

এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ভাতিজার মৃত্যু হওয়ায় তিনি বর্তমানে অফিসে নেই। আমি বিষয়টির খোঁজ নেবো।

এসকে রাসেল/জেডএইচ/এমএস

Advertisement