দেশজুড়ে

পীরগঞ্জে ল্যাম্পপোস্ট`র সচেতনতা ক্যাম্পেইন

মৌসুমি ফলে রং দেয়া ও রাসায়নিক পদার্থ ব্যবহার নিয়ে সচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট। গত শুক্রবার শহর ও ১০টি ইউনিয়নের বড় বড় বাজারগুলোতে গুরুত্বপূর্ণ সচেতনতা তথ্য সংবলিত লিফলেট ও ব্যানার টানিয়ে ক্যাম্পেইন চালানো হয়। এসময় ল্যাম্পপোস্ট-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ডা. একেএম রুহুল আমীন বাজারের ফল বিক্রেতাদের সঙ্গে রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে ভ্রাম্যমাণ কাউন্সিলিং করেন। ক্যাম্পেইনে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিশেষ করে বিভিন্ন মৌসুমি ফলে কার্বাইড, ফরমালিন ব্যবহার ও এর দ্বারা স্বাস্থ্য ঝুঁকির ভয়াবহ মাত্রা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।সচেতনতা কর্মসূচিতে পীরগঞ্জ পাইলট স্কুলের অধ্যক্ষ মফিজুল ইসলাম ও এইচ কে হাই স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী একাত্মতা ঘোষণা করেনকর্মসূচি উপস্থিত ছিলেন ল্যাম্পপোস্ট-এর দুই প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মহিউদ্দীন জনি ও সাইফুর রহমান বাদশাহ।আরো উপস্থিত ছিলেন, আতিক, হৃদয়, আরাফাত, রুবেল হোসেন, লিমন, সানোয়ার হোসাইন, লিমন, সজীব, হাবিব প্রমুখ।    রিপন/এমএএস/পিআর