দেশজুড়ে

রংপুরে একজনের করোনা শনাক্ত

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তার করোনা শনাক্ত হয়। তবে তার নাম জানা যায়নি।

বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। তার বাড়ি রংপুর নগরীর জলকর এলাকায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার জ্বর নিয়ে তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনা শনাক্ত হয়। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, হাসপাতালে ভর্তি এক রোগীর করোনা শনাক্ত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি।

জিতু কবীর/জেডএইচ/জিকেএস