আইন-আদালত

ওয়াকফ মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে বেঞ্চ গঠন

ওয়াকফ সংক্রান্ত বিষয়ে মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য আলাদা বেঞ্চ গঠিত হয়েছে। হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. মনসুর আলমের সমন্বয়ে এই বেঞ্চ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ হতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াকফ প্রশাসনের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বেঞ্চ গঠন করা হয়েছে।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ

হাইকোর্ট বিভাগের ২০২৫ সনের ১৪৬ নম্বর গঠনবিধি অনুসারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বেঞ্চ গঠন করে দিয়েছেন। এর আগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে বিষয়টি উপস্থাপন করলে তিনি বিবেচনার আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় বেঞ্চটি গঠন করা হয়েছে।

রোববার (২৯ জুন) থেকে এই বেঞ্চের বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এই বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে ওয়াকফ, মুক্তিযোদ্ধা বিষয়ক ও ইনকামট্যাক্স সংক্রান্ত রিট মোশন এবং এ সংক্রান্ত শুনানিসহ আরও কিছু বিষয় শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ওয়াকফ প্রশাসনের কয়েকশ মামলা বহু বছর ধরে উচ্চ আদালতে অনিষ্পন্ন রয়েছে। এর ফলে ওয়াকফ এস্টেটের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। ওয়াকফ প্রশাসনের অনেক ভূমিও এরই মধ্যে বেহাত হয়ে গেছে। ওয়াকফ সংক্রান্ত মামলা শুনানি ও যৌক্তিক সময়ে নিষ্পত্তি করা সম্ভব হলে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, ওয়াকফ প্রশাসনেও গতির সঞ্চার হবে।

এফএইচ/ইএ/এমএস