দেশজুড়ে

নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত সাইদার রহমান (৪০) মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। গত ৪ জুন ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন চলাকালে সদস্য প্রার্থী ফুটবল প্রতীকের দুদু মিয়া ও ফ্যান প্রতীকের আব্দুর রহিম মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় সাইদার রহমান গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অমিতাভ দাশ/এফএ/এবিএস