২০১৪ সালের ১ জানুয়ারি দেশব্যাপি আলোচনায় ছিল তারেক জিয়া ও বিএনপি নেতা শমসের মবিন চৌধুরীর গোপন ফোনালাপ।এদিন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শমসের মবিন চৌধুরীর একটি ফোনালাপ সামাজিক মাধ্যম ‘ইউটিউব’-এ প্রকাশিত হয়। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। ফোনে তারেক রহমান দেশের সাম্প্রতিক রাজনীতি এবং বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন করেছেন শমসের মুবিনকে। সেই সঙ্গে তিনি বিএনপির রাজনৈতিক নানা কৌশল নিয়ে সমালোচনা ও নির্দেশনা নিয়ে কথা বলেছেন। ১০ মিনিট ৩১ সেকেন্ডের এই ফোনালাপ ছিল সেদিন দেশজুড়ে ব্যাপক আলোচনায়।