রুট নির্ধারণের দাবিতে টানা ৫ ঘণ্টারও বেশি সময় ধরে রাজধানীর বনানী সড়ক অবরোধ করে রেখেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। তবে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে সড়কের অবস্থান ছাড়ার অনুরোধ করা হলেও অবস্থান ছাড়তে নারাজ আন্দোলনকারীরা।
রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
এসময় উপস্থিত পুলিশ সদস্যরা হ্যান্ড মাইকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আলোচনার পথ খোলা রাখুন। আবারও আলোচনায় বসুন। প্রয়োজনে বিআরটিএ’র চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন। প্রয়োজনে মন্ত্রণালয়ে কমিটি করে আপনাদের প্রতিনিধি দিন। তারা গিয়ে কথা বলুক। আলোচনার কোনো বিকল্প নেই। দয়া করে আপনারা রাস্তা থেকে সরে আসেন। রাস্তা খালি করে দেন এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ।
এদিকে এদিন দুপুর ১২টার দিকে বিআরটিএ কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। বনানী থানার ওসি মো. সরোয়ার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সরোয়ার বলেন, চালকরা দুপুর ১২টার পর পর বনানী বিআরটিএ কার্যালয়ের সামনের অবস্থা নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারা রাস্তা ছাড়েনি। এখনো তারা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। আমরা এখানেই অবস্থান করছি।
এদিকে সিএনজিচালিত অটোরিকশার চালকদের অবরোধের কারণে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।
তবে এই রুটে চলাচলকারী অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন বলে জানা গেছে।
কেআর/এসএম/এমআইএইচএস/জেআইএম