বনানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, দুপুর থেকে যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৩ জুলাই ২০২৫
ছবি ভিডিও ফুটেজ থেকে নেওয়া

রুট নির্ধারণের দাবিতে টানা প্রায় ছয় ঘণ্টা ধরে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে রেখেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন তারা। অবরোধের কারণে ওই সড়কে যানচলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এতে ভোগান্তি পোহাতে দেখা যায় সাধারণ যাত্রীদের।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার অবরোধের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সিএনজি অটোরিকশা চালকরা দুপুর ১২টার পরই বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা রাস্তা ছাড়েনি। এখনো রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। আমরাও সেখানে অবস্থান করছি।

বনানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, দুপুর থেকে যানচলাচল বন্ধ

এদিকে, সিএনজিচালিত অটোরিকশার চালকদের অবরোধের কারণে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

ওই রুটে চলাচলকারী অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো অবরোধকারীরা ছেড়ে দিচ্ছেন বলে জানা গেছে। তবে অন্য গাড়িগুলো যেতে দিচ্ছেন না তারা।

কেআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।