দেশজুড়ে

বিদেশি পিস্তলসহ ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া সদরের শহরদীঘি ও কাহালুর দোগাছি ছয়ঘরিয়া গ্রাম থেকে ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ১০০পিস ইয়াবাসহ ৪ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হলেও বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার শহরদীঘি উত্তরপাড়ার নজরুল ইসলামের ছেলে আল-রাব্বি (২২), পালশা হাজীপাড়ার ওমর ফারুকের ছেলে আশিক মন্ডল (২১), সদর উপজেলার পূর্ব পালশার ইসরাফিল হোসেনের ছেলে পারভেজ হোসেন ওরফে বাপ্পী (২২), কাহালু উপজেলার দোগাছী ছয়ঘরিয়া গ্রামের আলী হোসেনের স্ত্রী লেবু বেগম (৪৮)।বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরদীঘি গ্রামে আল-রাব্বির বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে প্রথমে আল-রাব্বি ও আশিককে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে গোয়েন্দা পুলিশের সদস্যরা আবারো অভিযান চালিয়ে কাহালু উপজেলার দোগাছী ছয়ঘরিয়া গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ পারভেজ হোসেন ওরফে বাপ্পী (২২) ও  আলী হোসেনে স্ত্রী লেবু বেগমকে (৪৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা অস্ত্র বেচাকেনা করছিল বলে পুলিশ জানিয়েছে।এফএ/এমএস