মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগাছা গ্রামের রাজমিস্ত্রি গোলাম কিবরিয়া (৫৫) এবং তার স্ত্রী রিনা খাতুন (৪৮)।
স্থানীয়রা জানান, গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে একটি বাইসাইকেল রাখা ছিল। অসতর্কতায় কোনোভাবে আর্থিং তারের সঙ্গে সাইড লাইনের বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। বিষয়টি টের না পেয়ে গোলাম কিবরিয়া বাইসাইকেল ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন। এ সময় তার স্ত্রী রিনা খাতুন ছুটে স্বামীকে টেনে সরানোর চেষ্টা করেন। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এসময় তাদের ছোট মেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে দুজনকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আসিফ ইকবাল/এএইচ/এমএস