সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই গোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনের মালামাল বিক্রির অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিক্রয় করা মালামালসহ স্থানীয় জনতা প্রধান শিক্ষক মো: রবিউল ইসলামকে আটক করেছেন। মঙ্গলবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তি নিলামে বিক্রির নিয়ম থাকলেও গোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির কাউকে না জানিয়ে মাটিরাঙ্গার এক ব্যবসায়ীর কাছে চল্লিশ হাজার টাকায় বিদ্যালয়ের পুরাতন ভবনের মালামাল বিক্রি করেন।মঙ্গলবার বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে সকাল বেলা ট্রাকে মালামাল বোঝাই করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি স্থানীয় গোমতি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. শাহজাহানকে জানান। প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোনো সঠিক জবাব দিতে না পারায় তার সন্দেহ হয়। তখন তিনি এলাকাবাসীকে নিয়ে মালামালসহ ট্রাকটি আটক করেন। এসময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন।এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, এগুলো নিলামের মালামাল। নিলামপ্রাপ্ত ব্যক্তি আমার মাধ্যমে এসব মালামাল বিক্রি করেছে। তবে তার নাম বা মোবাইল নাম্বার কিছুই তিনি এ প্রতিনিধিকে দিতে পারেননি। তবে নিলাম সংক্রান্ত কাগজ পত্র পর্যালোচনা করে দেখা গেছে ১২/০৩/২০১৫ খ্রি. তারিখের সিদ্ধান্ত মতে আরো আট মাস আগেই নিলাম হয়েছে এবং নিলাম প্রাপ্তরা মালামাল নিয়ে গেছেন। এ বিষয়ে কিছুই জানেন না জানিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. এনামুল হক আলীম জানান, বিষয়টি ইতোমধ্যে আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি। ম্যানেজিং কমিটি বসে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/আরআইপি