জাতীয়

তৃতীয় টার্মিনালের ৯৯.৮৮ শতাংশ কাজ শেষ, ফ্লাইট চালু কবে ‘জানা নেই’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৯৯ দশমিক ৮৮ শতাংশ কাজ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এ টার্মিনাল থেকে অপারেশন বা ফ্লাইট চালু কবে শুরু হবে তা ‘জানা নেই’ বলে জানান তিনি।

শনিবার (১৯ জুলাই) দুপুরে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ব্রিফিংয়ে উপদেষ্টার সঙ্গে উপস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকও এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি।

নির্মাণকাজ শেষ হওয়ার আগে তড়িঘড়ি করে ২০২৩ সালের ৭ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হয়। তখন বলা হয়েছিল, ছয় মাস থেকে এক বছরের মধ্যে টার্মিনালের ফ্লাইট অপারেশন শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত অপারেশন কার্যক্রম শুরু হয়নি। এর মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন প্রায় এক বছর হলো।

এসব বিষয় তুলে ধরে সুনির্দিষ্টভাবে তৃতীয় টার্মিনালের উদ্বোধনের তারিখ জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কিন্তু তৃতীয় টার্মিনাল পরিদর্শনে গিয়েছি, উদ্বোধনের জন্য না। আমি দেখেছি ইমিগ্রেশনে আমার কত পরিমাণ লোক লাগবে। কারণ, ইমিগ্রেশনের জন্য ম্যানপাওয়ারটা আমাকে নির্দিষ্ট করে পাঠাতে হবে।’

আরও পড়ুন

প্রয়োজনে মরদেহ কবর থেকে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, ‘আগে কে কী বলে গেছে সেটা আমি বলতে পারবো না। তৃতীয় টার্মিনাল কবে উদ্বোধন হবে সেটাও আমি বলতে পারবো না। যেটা আমি জানি না সেটা আমি বলবো না।’

এসময় বেবিচক চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা আপনারা সিভি এভিয়েশন চেয়ারম্যানের কাছে পরে জিজ্ঞেস করিয়েন। উনি রিসেন্টলি জয়েন করেছেন। হয়তো উনার পক্ষে এ মুহূর্তে বলা সম্ভব হবে না।’ বেবিচক চেয়ারম্যান পাশে দাঁড়িয়ে থেকেও এসময় কিছু বলেননি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তৃতীয় টার্মিনাল চালু হলে কী পরিমাণ জনবল লাগবে সেটা দেখতেই আজ টার্মিনাল পরিদর্শনে আসা। আমি দেখেছি নতুন টার্মিনালের ওই এলাকাটা খুবই সুন্দর হয়েছে। এটি চালু হলে বিদেশগামীদের খুবই সুবিধা হবে। এ টার্মিনালের অপারেশনাল ক্যাপাসিটি অনেক অনেক বেশি।’

এমএমএ/এমকেআর/এমএস