মালয়েশিয়ায় ৭১ শিশুকে যৌন নিপীড়নের দায়ে এক ব্রিটিশ তরুণকে ২২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রিচার্ড হাকল (৩০) নামের ওই তরুণ মালয়েশিয়ায় বিভিন্ন উন্নয়নকাজে অংশ নেওয়ার সময় ছয় মাস থেকে ১২ বছর বয়সী শিশুদের যৌন নিপীড়ন করেছেন।পুলিশের ধারণা, রিচার্ড হাকল গরিব এলাকার দুই শতাধিক শিশুকে কোনো না কোনোভাবে যৌন নির্যাতন করেছেন। ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে এসব যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।যুক্তরাজ্যের ওল্ড বেইলির আদালত রিচার্ড হাকলের লেখা ৬০ পৃষ্ঠার এক নিবন্ধকে সত্যিকারের শয়তানের নথি বলে আখ্যা দিয়েছে। আদালতে রিচার্ডের শাস্তি ঘোষণার সময় এক নারী চিৎকার করে বলেন, এক হাজার মৃত্যুদণ্ডও ওই শয়তানের জন্য কম হয়।বিভিন্ন সময় অনলাইন পোস্টে শিশু নির্যাতনের কথাও বলেন হাকল। এক পোস্টে তিনি দাবি করেন, দরিদ্র শিশুদের হাত করা মধ্যবিত্ত পশ্চিমা শিশুদের চেয়ে বেশ সহজ। অপর এক পোস্টে তিন বছরের এক শিশুকে হাত করার কথা বলেন হাকল।১৮ অথবা ১৯ বছর বয়সে প্রথম মালয়েশিয়া যান রিচার্ড হাকল। এ ছাড়া কম্বোডিয়া ও ভারতেও বিভিন্ন সেবামূলক কাজে গেছেন রিচার্ড হাকল। এ ছাড়া ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন রিচার্ড ।বিবিসি জানায়, রিচার্ড হাকল গ্রেপ্তার হওয়ার ১৮ মাস পরও যুক্তরাজ্যের মাত্র দুটি চার্চের সঙ্গে যোগাযোগ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি।টিটিএন/এমএস