প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষা দুপুর। বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী পার্থ দিবস চৌধুরী।
‘সুদিন ফিরে আসছে’ বইটিতে কবি তুলে এনেছেন যৌবনের মৃদু ব্যথা, সংসারের চাপা ক্লেদ, যাপিত জীবনের প্রেম-বিরহ আর হাহাকার-ভেজা অনুভবের টুকরো চিত্র। কবির ভাষায়, ‘বইয়ের পাতায় পাতায় খুঁজে পাবেন জীবনের অনাকাঙ্ক্ষিত প্রত্যাশার ভাঁজে জমে থাকা অনুভবগুলো। হয়তো কোথাও গিয়ে মিলে যাবে নিজেরই কোনো হারিয়ে যাওয়া সময় বা চুপ করে থাকা ভালোবাসার প্রতিধ্বনি।’
আরও পড়ুন আসছে সেলিম হাসান দুর্জয়ের ‘দেবীসমগ্র’ আসছে মুহসীন মোসাদ্দেকের গল্পের বইবয়সে তরুণ হলেও রাফির কবিতায় ধরা দেয় পরিণত দৃষ্টিভঙ্গি। নিজের লেখালেখি নিয়ে তিনি বলেন, ‘বয়সের তুলনায় আমি হয়তো খানিক ভারী কবিতা লিখি। তবে আমি চেষ্টা করি, বয়সের সীমানা ভুলে গিয়ে জীবনের বহু বর্ণ অনুভূতিকে শব্দে তুলে ধরতে। তাই আমার কবিতায় শৈশবের সরলতা যেমন আছে; তেমনই আছে কৈশোরের দ্বিধা, যৌবনের আকাঙ্ক্ষা কিংবা বার্ধক্যের নিঃসঙ্গতাও।’
প্রকাশক জানান, কয়েক দিনের মধ্যেই কাব্যগ্রন্থটির প্রি-অর্ডার শুরু হবে অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম এবং বইটির একমাত্র পরিবেশক স্টুডেন্ট ওয়েজে। মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা। পাঠকরা ২৫% ছাড়ে ১৮০ টাকায় বইটি সংগ্রহ করতে পারবেন।
এসইউ/এএসএম