ইতিহাস, ঐতিহ্য, গুণগত মান এবং স্থায়ীত্বের কারণে রয়েল এনফিল্ড বাইকের খ্যাতি রয়েছে। বেশি সিসির শক্তিশালী ইঞ্জিন এবং স্টাইলিশ লুকের কারণে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বাইকটি। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলটি খুবই জনপ্রিয়। কিন্তু কেন জানেন?
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ শুধু একটা বাইকই নয়- এটা অনেকের কাছে একটা আবেগ, একটা স্টেটমেন্ট। ব্রিটিশ ঐতিহ্যের ছাপ আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই বাইক ভারতের পাশাপাশি বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। এর বিশেষ কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
১. ক্লাসিক লুক ও ডিজাইনবাইকটির ডিজাইন ১৯৫০-৬০’র দশকের রয়্যাল এনফিল্ডের আদলে তৈরি। এর গোল হেডল্যাম্প, টিয়ারড্রপ ফুয়েল ট্যাংক, এবং ক্রোম ফিনিশ সবই নস্টালজিক ফিল দেয়। এই রেট্রো লুকই বাইকপ্রেমীদের আলাদা করে আকৃষ্ট করে।
২. ভরসাযোগ্য ব্র্যান্ড ইমেজরয়্যাল এনফিল্ড একটি শতবর্ষ পুরোনো ব্র্যান্ড। এর নির্মাণ গুণগত মান এবং স্থায়িত্ব বাইকারদের মধ্যে আস্থা তৈরি করেছে।
৩. পাওয়ারফুল ও স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্সক্লাসিক ৩৫০-এর ৩৪৯সিসি ইঞ্জিন এবং নিখুঁত গিয়ার ট্রানজিশন রাইডারদের স্মুথ এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করে।
৪. থাম্পিং সাউন্ডবাইকটির ইঞ্জিন থেকে যে “ধড়ধড়” শব্দ আসে, সেটাই একে আলাদা করে। এই থাম্প অনেক বাইকারের স্বপ্ন!
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটির ইঞ্জিন ৩৪৯সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-ওয়েল কুলড। পাওয়ার ২০.২ বিএইচপি ৬১০০ আরপিএম। ট্রান্সমিশন ৫-স্পিড গিয়ারবক্স। সামনের দিকে ডিস্ক ব্রেক ও এবিএস, পেছনেও ডিস্ক বা ড্রাম (ভ্যারিয়েন্ট অনুযায়ী)
বাইকের ওজন প্রায় ১৯৫ কেজি। ট্যাংক ক্যাপাসিটি ১৩ লিটার। সেমি-ডিজিটাল মিটার, ট্রিপ মিটার, ক্লক, ফুয়েল গেজ রয়েছে।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটি সাধারণত ৩৫-৪০ কিমি/লিটার মাইলেজ দিয়ে থাকে। লং রাইডে বা হাইওয়েতে একটু বেশি মাইলেজ পাওয়া যায়, তবে শহরের ভিড় বা ট্রাফিকে কিছুটা কম হতে পারে।
বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এখনো সরাসরি রয়্যাল এনফিল্ড ডিলারের মাধ্যমে পাওয়া যায় না। তবে কিছু গ্রে-ইমপোর্টার বা ব্যক্তিগতভাবে আনা বাইক পাওয়া যায়। ভ্যারিয়েন্ট ও আমদানি খরচ অনুযায়ী দাম ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। প্রত্যেকটি ভ্যারিয়েন্টের রং, গ্রাফিক্স, এবং কিছু ফিচারে আলাদাত্ব রয়েছে।
আরও পড়ুন বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন? বাইকের ‘এবিএস সিস্টেম’ আসলে কী জানেন?সূত্র: বাইকবিডি, রয়্যাল এনফিল্ড
কেএসকে/জিকেএস