খেলাধুলা

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে চ্যালেঞ্জ। সামনে এবার শক্তিশালী পাকিস্তান, যাদের সঙ্গে সবশেষ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

এবার কি ঘরের মাঠে প্রতিশোধ নিতে পারবে টাইগাররা? এই প্রশ্ন সামনে রেখে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে লিটন দাসের দল।

শেরে বাংলায় টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ পাকিস্তান প্রথমে ব্যাট করবে।

এমএমআর/জিকেএস