বিনোদন

হানিফ সংকেতের আহ্বান ...

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহত হয়েছেন বহু মানুষ। এরই মধ্যে আহতদের অনেককে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ দেশের মানুষ। ঘটনায় স্তব্ধ, বাকরুদ্ধ টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত। দেশবাসী ও অনুরাগীদের প্রতি বিশেষ একটি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় ফেসবুকে হানিফ সংকেত লিখেছেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি। কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক-এই প্রার্থনা করছি।’

দুর্ঘটনায় আহতদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটতে পারে।’

আরও পড়ুন: কেন সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে ফিরিয়ে আনতে বললেন নিপুণ  দুটি শিশুর পরিবার খুঁজছেন তমা মির্জা  আমাদেরই সন্তান, সবার দায়িত্ব পাশে দাঁড়ানো: অপু বিশ্বাস

হানিফ সংকেত বাংলাদেশের খ্যাতিমান উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। ১৯৮৯ সালে তিনি শুরু করেন টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এর রচয়িতা এবং পরিচালক তিনি। তার পরিচালনায় ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘দুর্ঘটনা’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘কিংকর্তব্য’, ‘কুসুম কুসুম ভালোবাসা’, ‘শেষে এসে অবশেষে’ নাটকগুলোও দর্শকপ্রীতি কুড়ায়। চলচ্চিত্রেও অভিনয় করেছেন হানিফ সংকেত। ২০১০ সালে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’ পেয়েছেন তিনি।

আরও পড়ুন:  পরিবারগুলোকে কঠিন সময় পার করার শক্তি দেন: শাকিব খান  তৌসিফ-সাদিয়াদের রক্তের আহ্বান, কী বলছেন অন্য তারকারা  

আরএমডি