তৌসিফ-সাদিয়াদের রক্তের আহ্বান, কী বলছেন অন্য তারকারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২১ জুলাই ২০২৫
রক্তের আহ্বান জানাচ্ছেন হতবাক তারকারা

আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি আকাশ থেকে নেমে এসে ভবনের ওপর আছড়ে পড়ে। ফলে ভবনের একাংশ ধসে পড়ে এবং চারপাশে তৈরি হয় আতঙ্ক, কান্না ও হাহাকার।

এখনও হতাহতের প্রকৃত সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্টাফদের উপস্থিতির কারণে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এই মর্মান্তিক ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও প্রার্থনায় মগ্ন হন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। কণ্ঠশিল্পী কনকচাঁপা ফেসবুকে লিখেছেন, ‘রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পথচারী এবং বিমানের সাথে সংশ্লিষ্ট পাইলট ও সম্পৃক্ত সকলের জন্য আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

আরেক কণ্ঠ তারকা আঁখি আলমগীর লিখেছেন, ‘মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আহা, কী অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’

অভিনেত্রী সোহানা সাবা খানিকটা হতবাক হয়ে গেছেন এই খবরে। তিনি হতাশা নিয়ে লিখেছেন, ‘আমার ধারণাই ছিলো না যে ঢাকার মতো জনবহুল এলাকায় বিমান চালানো প্রাক্টিস করা হয়!’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও বিস্মিত। সবার জন্য প্রার্থনা করছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।’

অভিনেতা সাইফ খান নিজের উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘আজ উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। একটি বিমান ভবনের ওপর ক্র্যাশ করে, পুরো ভবন আংশিক ধসে পড়েছে। চারপাশে আতঙ্ক, কান্না আর অস্থিরতা। সবাইকে অনুরোধ করছি অপ্রয়োজনে ভিড় না করে নিরাপদ দূরত্বে থেকে উদ্ধারকাজে সহায়তা করুন।’

অভিনেতা তৌসিফ মাহবুব রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা উত্তরার আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশপাশের হাসপাতালে চলে যান।’

নাট্যশিল্পী সাদিয়া আয়মান জানান, ‘উত্তরা আধুনিক হাসপাতাল ও মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্তদাতার প্রয়োজন। প্লিজ এগিয়ে আসেন!’

অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, বহু ছাত্র-ছাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো।’

গায়িকা পড়শি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। সকল শিক্ষার্থীসহ যারা আক্রান্ত হয়েছেন সবার জন্য প্রার্থনা করছি।’

এই দুঃখজনক দুর্ঘটনায় সারা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং সকলের দিক থেকে এখন একটাই প্রার্থনা- আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন।

এলআইএ/জিকেএস/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।