নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নদীতে ভেসে থাকার ৩০ ঘণ্টা পর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত মরদেহটি খরমা নদীর বেড়িবাঁধের কাছে ভেসে থাকে। সন্ধ্যার পর খালিয়াজুরি উপজেলার লেপসিয়া ফাঁড়ির নৌপুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, জেলার বারহাট্টা ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যবর্তী মেদা বিলে রোববার মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন জেলে। পরে তাৎক্ষণিক বিষয়টি সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসিকে অবগত করেন স্থানীয়রা। কিন্তু মরদেহটি উদ্ধার করা হয়নি। সোমবার সকালে মরদেহটি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের খরমা নদীর বেড়িবাঁধের কাছে ভাসতে দেখা যায়। পরে বিষয়টি বারহাট্টা থানা পুলিশকে জানানো হলে সেখানে দুজন গ্রাম পুলিশকে মরদেহ পাহারা দিতে বলা হয়।
বারহাট্টার চিরাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহিরুল হক বলেন, সোমবার সকালে বারহাট্টা থানার ওসিকে একটি ভাসমান মরদেহের বিষয়টি অবগত করি। তখন তিনি ভাসমান মরদেহ থানা পুলিশের উদ্ধার সম্ভব নয় বলে জানান। পরে নৌপুলিশের সঙ্গে যোগাযোগ করি। তবে নৌপুলিশও সন্ধ্যা পর্যন্ত আসেনি।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিকেল সোয়া চারটার দিকে জানান, নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার লেপসিয়া থেকে নৌপুলিশ এসে সন্ধ্যার পর মরদেহ উদ্ধার করে।
এইচ এম কামাল/এফএ/জেআইএম