দেশজুড়ে

হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে গ্রেফতার ২ আওয়ামী লীগ নেতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করতে এসে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন এবং সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি গোলাম রাব্বানী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমীন ও গোলাম রাব্বানী। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার তারা জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত ২৮ জুলাই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন। পরে আদালত থেকে বের হওয়ার সময় তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুননারী কর্মীদের ছোট পোশাক পরা বাদ দিতে বললো বাংলাদেশ ব্যাংক সরকারি চাকরি অধ্যাদেশ জারি, যেসব ধারায় আনা হলো সংশোধন 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গত ৫ আগস্ট আদালতের মালখানা লুটের মামলায় রুহুল আমীন ও গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়েছে।

২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যান র‌্যাব সদস্যরা। পরে সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র‌্যাব। ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। ওই মামলায় ২ ও ৩ নম্বর আসামি গোলাম রাব্বানী ফটিক ও রহুল আমীন।সোহান মাহমুদ/কেএসআর