ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল ছাত্রী নির্যাতন দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্র ফেডারেশন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাতটায় শামসুন্নাহার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সদস্য সচিব সাকিবুর রনির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক।
আরও পড়ুনহল দখলকারীদের ছাত্রলীগের মতোই পরিণতি হবে: আব্দুল কাদের বার্ন ইনস্টিটিউটের সামনে ছাত্রদলের জরুরি সহায়তা কেন্দ্রএসময় আরমানুল হক বলেন, ২০০২ সালের সেই ঘটনায় আমাদের তখনকার সিনিয়র ভাই-বোনেরা নিপীড়নের বিরুদ্ধে শক্ত অবস্থান দেখিয়েছিলেন। তারা হলের মধ্যে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ মিনারে অনশন, মানববন্ধনসহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করেছিলেন। আন্দোলনের তীব্রতায় তখনকার ভিসি পদত্যাগ করতে বাধ্য হন। সে সময়কার মতো করে ভবিষ্যতেও আমাদের সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকতে হবে।
ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সদস্য সজীব হোসেন বলেন, ২০২৫ সালে এসে আমরা একটা রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি।
সীমা আক্তার বলেন, শামসুন্নাহার হল মুভমেন্টের মূল কারণ ছিল সাধারণ শিক্ষার্থীদের ওপর অন্যায় ও নিপীড়ন।
এফএআর/কেএসআর