দেশজুড়ে

নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় জমিতে হালচাষ করতে গিয়ে বজ্রপাতে স্বাধীন হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কৃষাণীসহ আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পূর্ব পাখিচড়া গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত স্বাধীন হোসেন উপজেলার ডোহানগর গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে। আহতরা হলেন, বাবুলাল মুর্মু (৫৬) ও ফুলমনি (৫০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে কৃষক-কৃষাণীরা ওই ফসলের মাঠে কাজ করছিলেন। স্বাধীন হোসেন ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে সবাই পাশের একটি টিনের চালের ঘরে আশ্রয় নেন। সাড়ে ৯টার দিকে তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বাধীন মারা যান। আহত বাবুলাল ও ফুলমনিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জাগো নিউজকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজন মারাত্মক জখম হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরমান হোসেন রুমন/এফএ/এএসএম