চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা এবং গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) বিকেলে হুমায়ুন রেজাকে গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের নিজ বাসা থেকে এবং জামানকে নিমতলা কাঠাল মাদরাসা মোড় থেকে এলাকাবাসী আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
এদিকে বুধবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে ওই ইউনিয়নের বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান বলেন, এ ঘটনা ঘটিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী। আওয়ামী লীগ ওই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে বহুদিন থেকে। যেহেতু আওয়ামী লীগের ২ নেতাকে আটক করা হয়েছে, এর প্রতিবাদে ককটেল হামলা হয়ে থাকতে পারে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুজন আওয়ামী লীগ নেতার গ্রেফতারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
সোহান মাহমুদ/জেডএইচ/জেআইএম