জাতীয়

বছরজুড়ে মৃত ভোটার বাদ দিতে চায় ইসি

বর্তমানে শুধু ভোটার হালনাগাদ কার্যক্রমের সময় তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দেওয়া হয়ে থাকে। তবে এখন বছরের যে কোনো সময় তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) মাসিক সমন্বয় সভায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি উপস্থাপন করেন। তার এ প্রস্তাবে একমত পোষণ করেন খুলনা, ফরিদপুর ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

ইসি কর্মকর্তারা জানান, তালিকা থেকে মৃত ভোটার কর্তন কার্যক্রম কেবলমাত্র হালনাগাদের সময় করা হয়ে থাকে। কিন্তু এ কার্যক্রম সারা বছর চালু রাখা প্রয়োজন। এ নিয়ে আলোচনার পর ওই সভায় মৃত ব্যক্তির নাম কর্তন কার্যক্রম সারা বছর চালু রাখার বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

আরও পড়ুন১৫ দিনের মধ্যে শর্তপূরণ না করলে নতুন দলের নিবন্ধন নয়নতুন পর্যবেক্ষক চেয়ে রোববার গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি

এরই মধ্যে ইসি সচিব আখতার আহমেদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নাম কর্তন কার্যক্রম সারা বছর চালু রাখার বিষয়ে প্রস্তাব/নির্দেশনা প্রস্তুত করে নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে মাঠ কার্যালয়ে পাঠাতে হবে।

চলমান হালনাগাদে প্রায় ২০ লাখের মতো মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, হালনাগাদের সময় মূল লক্ষ্য থাকে নতুন ভোটার অন্তর্ভূক্তির। মৃত ভোটার জমে থাকলে এ কাজে সময় বেশি প্রয়োজন হয়। তাই বছরের যে কোনো সময় তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এমওএস/এমএএইচ/