দেশজুড়ে

তিন শিক্ষককে ওমরাহ প্যাকেজ উপহার দিলেন শিক্ষার্থীরা

কুমিল্লা সদর দক্ষিণে তিন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে। বিদায়ী উপহার হিসেবে তাদের দেওয়া হয়েছে উমরাহ হজের প্যাকেজ।

শনিবার (২৬ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে বিদায় অনুষ্ঠান হয়।

তিন অবসরপ্রাপ্ত শিক্ষক হলেন- আমিন আহম্মেদ (বিএসসি. বিএড), এ.কে.এম মফিজুর রহমান (বিএসসি, বি.এড) এবং আবদুল মবিন। এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। এসময় তাদের চোখে আনন্দাশ্রু দেখা যায়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, আমরা শিক্ষক হিসেবে গর্ববোধ করছি। আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা এভাবে সম্মানিত করলো। বাংলাদেশের কোথাও এমন সুন্দর ও ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে কি না জানা নেই। আমরা তাদের জন্য মন ভরে দোয়া করি, তারা যেন জীবনে সফল হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, এন্ট্রাস্ট গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন।

তিনি বলেন, আয়োজকদের ধন্যবাদ জানাই এত সুন্দর করে সবকিছু সাজানোর জন্য। এ আয়োজনের মাধ্যমে আমরা কিছুটা হলেও দায়মুক্ত হতে পেরেছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুর রহমান খান।

তিনি বলেন, এই আয়োজনের সঙ্গে যারা জড়িত, তাদের ধন্যবাদ জানাই। আমরা শিক্ষকরা ভালো ফলাফল করানোর জন্য চেষ্টা করি। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও চেষ্টা করতে হবে।

অনুষ্ঠান শেষে ২০২৫ সালে কোমাল্লা মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এমএস