আন্তর্জাতিক

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল

তুরস্কে চলমান দাবানল দেশটির চতুর্থ বৃহত্তম শহর বুরসার চারপাশে ছড়িয়ে পড়েছে। সেখানে একজন অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে এবং এক হাজার ৭০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

উত্তর-পশ্চিম তুরস্কের বনঘেরা পর্বতমালা ঘেরা বুরসার আশপাশে দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় শহরটির আকাশে লাল আভা দেখা যায়।

জুনের শেষ দিক থেকে তুরস্কজুড়ে ডজনখানেক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। শুক্রবার সরকার ইজমির ও বিলেসিক নামে দুইটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে।

বুরসার গভর্নরের দপ্তর জানিয়েছে, রোববার (২৭ জুলাই) পর্যন্ত শহরের উত্তর-পূর্বাঞ্চলের গ্রামগুলো থেকে এক হাজার ৭৬৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এক হাজার ৯০০ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন এবং ৫০০ জন উদ্ধারকর্মীও মাঠে রয়েছে।

বুরসা থেকে রাজধানী আঙ্কারার সঙ্গে সংযোগকারী মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আশপাশের বনাঞ্চল জ্বলছে।

বুরসার মেয়র মোস্তফা বোজবে জানিয়েছেন, এক অগ্নিনির্বাপক কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগুনে শহরের আশপাশে তিন হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে।

প্রদেশটির বিরোধীদলীয় সংসদ সদস্য ওরহান সারিবাল ঘটনাটিকে একটি প্রলয় বলে বর্ণনা করেছেন।

তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, শনিবার দেশজুড়ে ৮৪টি স্থানে আগুন নেভানোর কাজ চলছে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি হুমকির মধ্যে রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম