জাতীয়

সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের আদেশে পাসপোর্ট নম্বর থাকতে হবে

সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ না থাকায় সরকারি কর্মকর্তা/ কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ অবস্থায় বিদেশ ভ্রমণের আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ করতে অনুরোধ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/ সচিবদের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন

সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে ২২ সদস্যের কমিশন গঠন এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, সব দল একমত

চিঠিতে বলা হয়, বিভিন্ন সময় কর্মকর্তা/ কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে। কিন্তু তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীর পাসপোর্ট নম্বর উল্লেখ করা হচ্ছে না। সরকারি আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ না থাকায় কর্মকর্তা/ কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এ অবস্থায় কর্মকর্তা/ কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ করতে অনুরোধ করা হয় চিঠিতে।

আরএমএম/কেএসআর/এমএস