এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, সব দল একমত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৭ জুলাই ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক/ছবি- পিআইডি

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না—এ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত মতামত দেন দলগুলোর নেতারা।

যদিও এ বিষয়ে আগেই দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল। তবুও জুলাই সনদে উল্লেখ করার জন্য পুনরায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নেওয়া হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করবো।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা একবার বলেছি, ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না। আমি বলেছিলাম, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানবো না। আমরা এ হাউজের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত করবো। এর বাইরে এ বিষয়ে আলোচনা হলে আমাদের শর্ত বহাল থাকবে। আশা করি, সেটা বিবেচনা করবেন। এখন ১০ বছরের বিষয়ে আপনারা ঘোষণা দিতে পারেন, বরং এটা আমাদের প্রস্তাব।

মধ্যাহ্ন বিরতিতে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের ব্যাপারে আগের আলোচনার পরিপ্রেক্ষিতে আজ কমিশন পুনরায় সবার কাছ থেকে কনফারমেশন নিয়েছে।

এমএইচএ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।