আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রোববার (১০ আগস্ট) খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।নতুন করে ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার নাগরিক। ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
মঙ্গলবার (২৮ জুলাই) নির্বাচন কমিশনে এ তথ্য জানায় সচিবালয়। সবশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪।
আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইসি। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোদমে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও জাতীয় নির্বাচনের জন্য নানান ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে।
এমওএস/এমএএইচ/এমএস