দেশজুড়ে

মোংলা পৌর বিএনপির নেতৃত্বে জুলফিকার-মানিক

বাগেরহাটের মোংলা পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে মো. জুলফিকার আলী সভাপতি ও মো. মাহবুবুর রহমান মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মো. নাসির তালুকদার ও মো. গোলাম নুর জনি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক ইন্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম সম্মেলন উদ্বোধন করেন। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি ছিলেন।

আবু হোসাইন সুমন/এমএন/এমএস