খেলাধুলা

অভিষেক শর্মার কীর্তি, মিরাজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্টোকস

এর আগে এই কীর্তি ছিল কেবল দুইজন ভারতীয় ব্যাটারের-বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ব্যাটারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন অভিষেক শর্মা।

অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন অভিষেক। এখন তার রেটিং ৮২৯। অন্যদিকে হেডের রেটিং ৮১৪। শীর্ষ দশে ঢুকেছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। ৬ ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছেন তিনি।

এদিকে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের খুব কাছে চলে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচসেরা হন তিনি। একই টেস্টে পাঁচ উইকেট এবং সেঞ্চুরির কীর্তিও দেখান স্টোকস।

দুর্দান্ত পারফরম্যান্সের পর টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছেন ইংলিশ অধিনায়ক। এখন তিনি তৃতীয় স্থানে। তার ঠিক ওপরেই মেহেদী মিরাজ।

স্টোকসের রেটিং পয়েন্ট ৩০১। দ্বিতীয় স্থানে থাকা মিরাজের রেটিং ৩০৫। আর ৪২২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা।

এমএমআর/এএসএম