দেশজুড়ে

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কার দাবিতে স্মারকলিপি প্রদান

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ বিভাগে স্মারকলিপি দিয়েছে খুলনার নাগরিক সমাজ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এ স্মারকলিপি দেওয়া হয়।

এতে বলা হয়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে ঠিকরাবন্দ হয়ে নিজ খামার বটতলা বাজার এলাকা পর্যন্ত মহাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ এলাকার বাসিন্দারা দুর্ভোগের মধ্যে রয়েছেন। এছাড়া খুলনা-সাতক্ষীরাসহ এ অঞ্চলের হাজার হাজার যানবাহন প্রতিদিন সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ছে।

সড়ক ও জনপথ বিভাগের খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন জাগো নিউজকে বলেন, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ করতে সমস্যা হচ্ছে। গতকালও ইট পাঠানো হয়েছিল রাস্তা মেরামতের জন্য। কিন্তু বৃষ্টির কারণে জটিলতা তৈরি হয়। মহাসড়কের ক্ষতিগ্রস্ত অন্যান্য জায়গার কাজ শুরু হবে বৃষ্টি কমলেই।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- খুলনা নাগরিক সমাজর সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, খুলনা নাগরিক সমাজের সদস্য যথাক্রমে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির (কেডিএস) চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর সভাপতি শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।

আরিফুর রহমান/জেডএইচ/জেআইএম