দেশজুড়ে

নির্বাচন কমিশন গাজীপুরবাসীকে বৈষম্য থেকে মুক্ত করেছে: ডা. মাজহার

বর্তমান নির্বাচন কমিশন গাজীপুরবাসীকে বৈষম্য থেকে মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গাজীপুরে শহীদ তাজউদ্দীন নার্সিং কলেজের বিদায়ী ছাত্রছাত্রীদের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডা. মাজহারুল আলম বলেন, ফ্যাসিস্ট কুশীলবদের কারণে সংসদীয় সীমানা নিয়ে গাজীপুরবাসী বিপাকে ছিল। একটা আসনের ভোটার সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। যা দেশের যে কোনো আসনের তুলনায় সবচেয়ে বেশি বৈষম্যমূলক ছিল। বাসন থানা এবং বাড়িয়া ইউনিয়নের জনগণকে চরমভাবে বঞ্চিত করে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন গাজীপুরে একটি আসন বাড়িয়ে অত্যন্ত সুবিচার করেছে। গাজীপুরের লাখ লাখ মানুষকে বৈষম্য থেকে মুক্ত করেছে।

নার্সিং কলেজের অধ্যক্ষ উম্মে সালমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. আলী আকবর পলান, সদস্য সচিব ডা. মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জেআইএম