জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে হয়ে গেলো সাইক্লিং প্রতিযোগিতা।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৭টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বটতলী পাকারমাথা হয়ে ১৫ কিলোমিটার ঘুরে আবার কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।
প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকাসহ ৪০ জনকে পুরস্কৃত করা হয়। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, জুলাই-আগস্টকে স্মরণ করা, সেই সাথে জুলাইয়ে স্পিডকে ধারণ করা, শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ঘটানো ও মাদক থেকে দুরে সরে পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ করে গড়ে তোলার জন্যই এই আয়োজন।
আল মামুন/জেডএইচ/এমএস